মা-বাবা ও পরিবারের পর নারীদের সবচেয়ে ভরসাস্থল স্বামী বা শ্বশুরবাড়ি। কিন্তু কখনো কখনো সেই ভরসার জায়গাটিই নানা কারণে হয়ে ওঠে অনিরাপদ। ফলে বিয়েবিচ্ছেদের মতো সিদ্ধান্তেও যেতে বাধ্য হন নারীরা। কিন্তু অনেক সময় ভুক্তভোগীরা তাদের ন্যায্য অধিকার পান না।